২০১৮-১৯ মৌসুমে মুন্সিগন্জে বিএডিসি আলুবীজ এর ট্যাগকার্ড বিতরন শুরু করেছে জেলা বীজ প্রত্যয়ন এজেন্সী । গত এক বছর আগে দেশের জামালপুর , শেরপুর , রাজশাহী ও মুন্সীগঞ্জের আলুবীজ সংগ্রহ ও মজুদ করে রাখা হয় মুন্সীগঞ্জের বিএডিসির হিমাগারে । ডায়মন্ড , এস্টারিক্স ও লেডিরোসেটা জাতের এসব আলু জেলা বীজ প্রত্যয়ন এজেন্সী কতৃক ট্যাগ দেয়ার পর বীজ পরীক্ষার জন্য গাজীপুর কেন্দ্রীয় বীজ পরীক্ষাগারে পাঠানো হবে । সেই ফলাফলের ভিত্তিতে এসব বীজ পুনরায় আলুচাষের জন্য কৃষকদের মাঝে সরবরাহ করা হবে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস